Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

মাসিক সভার সিদ্ধান্তসমূহ

ক্রমিক নং

আলোচ্যসূচী

আলোচনা

সিদ্ধান্ত

দায়িত্বপ্রাপ্ত সংস্থা/ব্যক্তি

০১

পরিচিতি পর্ব

অদ্য ১০-০৭-২০১৩ খ্রীঃ তারিখ সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পিলজংগ ইউনিয়ন উন্নয়ন সমন্ময় কমিটির সদস্য গনের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্ত্বি করেন জনাব খান শামীম জামান পলাশ। অতঃপর সভাপতি সাহেব সকলকে শুভেচ্ছা জানিয়ে সকল সদস্যের পরিচিতি পর্ব সমাপ্ত করেন।

নিজ নিজ পরিচয় প্রদান

সভাপতি খান শামীম জামান পলাশ চেয়ারম্যান, পিলজংগ ইউপি।

০২

ইউনিয়ন পরিষদের কর আদায় সম্পর্কে আলোচনা

অত্র সভায় সভাপতি সাহেব ইউনিয়ন উন্নয়ন কর ট্যাক্স আদায় সম্পর্কে আলোচনা করেন। সভাপতি সাহেব জানান যে, অত্র ইউনিয়নের কর আদায় সন্তষ জনক নহে। যেকোন উপায়ে কর আদায় বৃদ্ধি করা আবশ্যক

বিস্তারিত আলাপ আলোচনার পর সদস্য জানাব সুনির্মল পাড়ই প্রস্তাব করেন যে, বর্ষা মৌসুম শেষে প্রতিটি ওয়ার্ডে কর আদালে জন্য নির্দিষ্টি তারিখে কর আদায় ক্যাম্প করা যাইতে পারে। উক্ত  প্রস্তাব সভায় সর্বসম্মতি ক্রমে গৃহিত হইল।

ইউপির সকল সদস্য, আদায়কারী ও গ্রাম পুলিশ

০৩

বিবিধঃ ইভটিজিং

অত্রসভায় সদস্য জনাব কালিপদ বিশ্বাস জানান যে, অত্র ইউনিয়নের বেশ কিছু বিদ্যালয়ের আশেপাশে উর্তিবয়সের যুবক ছেলেরা ঘোরাঘুরি করে। এবং বিদ্যালয় গামী ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যাক্ত করার চেষ্টা করে। যাহা সুশিল সমাজের জন্য কাঙ্খিত নয়।

বিস্তারিত আলাপ আলোচনার পর সদস্যগন একমত প্রসন করেন যে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগনকে বিষয়টির প্রতি সজাগ দৃষ্টি রাক্ষতে হবে। কোনরুপ অপৃতিকর অবস্থা সৃষ্টি হলে সাথে সাথে ইউনিয়ন পরিষদ অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ