টাউন নওয়াপা হাট, এটি পিলজংগ ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে অবস্থিত। এখানে সপ্তাহে দুই দিন অখ্যাৎ বসে। এখানে অনেকগুলো দোকানঘরসহ বিশিষ্ট শিল্পপতি আমজাদ হোসেন সাহেবের বিরাটাকার মাছ কোম্পানী অবম্থিত । এছাড়া প্রতি হাটের দিন নানান প্রকারের শাকসবজি সহ কাচামাল কেনাবেচা হয় এবং বিভিন্ন জায়গা হতে পান বিক্রয়তা এখানে পান ক্রয় বিক্রয় করিতে আসে ।এখানে পান ক্রয় বিক্রয় হয় রাতের বেলায় এবং স্থানীয় গ্রামবাসীসহ বিভিন্ন জায়গা হতে লোকজন বাজার করতে আসে।