যতদুর জানা যায় পিলজংগ ইউনিয়নে অতীতে জমিদারদের বসবাস ছিল। যা কারণে পিলজংগ ইউনিয়নে অনেক জমিদার এর বাড়ি প্রত্যতান্তিক বাড়ি নির্দশন পাওয়া যায় এবং পিলজংগ ইউনিয়নের বালিয়াডাংগা গ্রামে শাহআউলিয়াবাগ নামক স্থানে একটি পীরের মাজার আছে। যেখানে প্রতিদিন অনেক দর্শনার্থী মাজার দেখতে যায়।